মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪৬৭ বার পড়া হয়েছে /

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার সোচিতে বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান।

 

এ বৈঠকে এরদোগানের প্রশংসা করেন পুতিন। ইউক্রেন-রাশিয়ার মধ্যে শস্যচুক্তি করতে প্রত্যক্ষভাবে অবদান রাখায় এরদোগানকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট।

 

তিনি বলেন, আপনার সরাসরি অংশগ্রহণে জাতিসংঘের মধ্যস্থতায়, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সমস্যার সমাধান হয়েছিল। সরবরাহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এজন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে বিশ্ব বাজারে রাশিয়ার শস্য এবং সার রপ্তানির বিষয়টিও সমাধান হওয়ায় ধন্যবাদ।

 

তিনি আরও বলেন, অনেক দেশের জন্য, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য, যারা খাদ্য ও সার নিয়ে সমস্যায় পড়ার দ্বারপ্রান্তে আছে, এমন সিদ্ধান্ত, যেটি আপনার প্রত্যক্ষ উপস্থিতিতে হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ।

 

এদিকে শুক্রবার সিনিয়র মন্ত্রীদের একটি বহর নিয়ে রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে আসেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

 

এদিকে শুক্রবার সিনিয়র মন্ত্রীদের একটি বহর নিয়ে রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে আসেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

 

জানা গেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ছাড়াও সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান চালানোর বিষয়টি নিয়ে কথা বলবেন পুতিন-এরদোগান।

 

সূত্র: সিএনএন

 

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD