শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে /

ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মারা গেছেন।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল হক এ তথ‌্য নিশ্চিত করে বলেন, সকালে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেসের নিচে চাপা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

ফখরুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুরের মেলানদহে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD