গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৭ লাখ ৮২ হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আন্ত্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে।
শনিবার ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, ভাইরাসটিতে নতুন করে মারা গেছে দুই হাজার ১২৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬৪ লাখ ৬৯ হাজার ৩৪২জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৩০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৫ হাজার ৫১৫ জন।