বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, প্রতিবাদ করায় মারধর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে /

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ফলে তিনমাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে (২২) মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার (২৪ আগস্ট) রাতে ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত ঈদুল ফিতরের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনার ১ মাস পর বিষয়টি সে তার মাকে জানায়।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযুক্ত রোমনের পরিবারকে অবগত করলে, সে ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গতকাল বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিল ওই তরুণী। এসময় রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD