শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে /

চলতি এশিয়া কাপে আফিফ হোসেন ধ্রুবকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে থাকছেন উপমহাদেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে।

আজ শনিবার (২৭ আগস্ট) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২-এ আফিফ হোসেন ধ্রুবর নাম সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করছে।

বিবৃতিতে আরো বলা হয় আফিফ, ২০১৮ সালের ফেব্রিয়ারিতে অভিষেকের পর থেকে বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

সম্প্রতি দারুণ ধারবাহিক খেলছেন আফিফ। তারই পুরষ্কার পেলেন সহ-অধিনায়ক হয়ে। ৪৭ টি-টোয়েন্টিতে ১৯.৩৮ গড়ে করেছেন ৬৯৮ রান। স্ট্রাইকরেট ১১৮.১০।

বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট থেকে। এদিন শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। তারা আজ শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD