এর আগে ভুবনেশের কুমারের লেংথ বলে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভারতীয়দের আবেদনে সাড়া দিয়েছিলেন শ্রীলঙ্কান আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। তবে রিভিউ নেন রিজওয়ান। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, ভুবনেশ্বরের বলটি যেত স্টাম্পের ওপর দিয়েই। দ্বিতীয় বলেই বেঁচে গেলেন রিজওয়ান।
শেষ বলে গিয়ে রিজওয়ানের বিপক্ষে রিভিউ নিয়েছিল ভারত, কট বিহাইন্ডের জন্য। তবে আল্ট্রা-এজে স্পাইক দেখা যায়নি কোনো। এর মাঝে দারুণ এক ড্রাইভে চার মেরেছেন বাবর আজম, মুখোমুখি হওয়া প্রথম বলেই।
এর আগে খেলা শুরুর আগে টস ভাগ্যে জয় হয়েছে ভারতের। টস জিতে অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন।
বাবর আজম জানিয়েছেন টস জিতলেও তিনিও বোলিং নিতেন। তারা তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে খেলবেন। পাকিস্তানের হয়ে আজ অভিষেক হচ্ছে তরুণ পেসার নাসিম শাহর।
এদিকে ভারত দলে ঋষভ পন্তের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে দিনেশ কার্তিককে। তৃতীয় পেসার হিসেবে খেলছেন আবেশ খান। একাদশে আছেন বিরাট কোহলিও।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ ধানি।