শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ অপরাহ্ন

৬ হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে ৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে আমাদের সৈন্যরা পূর্ব ও দক্ষিণে ছয় হাজার বর্গ কিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড মুক্ত করেছে। আমরা এখন আরও এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গত কয়েক দিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালো দিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। দখলদারদের কোনো স্থান ইউক্রেনে নেই। আর কখনও হবেও না।
এদিকে, ইউক্রেনকে আরও ৬৭ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, মিত্র দেশগুলোকে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত।

তথ‌্যসূত্র: বিবিসি

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD