মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

ছড়িয়ে পড়ছে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪-৬ শনাক্ত হয়েছে। এটি যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে ১৪ আগস্ট এর শুরুর সপ্তাহ থেকে যুক্তরাজ্যে ৩ দশমিক ৩ শতাংশ করোনা সংক্রমণের জন্য বিএ.৪-৬ দায়ী। এর পর থেকে এর সংক্রমণ প্রায় ৯ শতাংশে পৌঁছেছে।

একইভাবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুসারে, বিএ.৪-৬ এখন মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ৯ শতাংশেরও বেশি সংক্রমণের জন্য দায়ী। নতুন এই ভ্যারিয়েন্টটি বিশ্বের অন্যান্য দেশেও চিহ্নিত হয়েছে।

বিএ.৪-৬ হচ্ছে ওমিক্রনের বিএ.৪ ভ্যারিয়েন্টের বংশধর। বিএ.৪ প্রথম দক্ষিণ আফ্রিকায় ২০২২ সালের জানুয়ারিতে শনাক্ত হয়েছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD