রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

সাভারের হেমায়েতপুর নাজিম ফিলিং স্টেশন পাম্পের সামনে থেকে ১০৫বোতল বিদেশী মদ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে /

ঢাকার সাভারে ১০৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১ এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকার নাজিম ফিলিং স্টেশন সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাদেরকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো. মনির হোসেন (৩৫) তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েদপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

মো. সাগর হোসেন মোল্লা (৩২) তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হালুয়াঘাট এলাকার মৃত আলতাফ হোসেন মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান বিদেশি মদসহ সাভারের দিকে যাচ্ছে পরে হেমায়েতপুর এলাকায় তারা তল্লাশি অভিযান পরিচালনা করে।

এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৪৮৯) দ্রুত গতিতে তল্লাশী ঢেঁকি অতিক্রম করার চেষ্টা করলে প্রাইভেটকারটিকে থামানোর চেষ্টা করে কিন্তু প্রাইভেটকারটির চালক না থামিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় রোড ডিভাইডারে সাথে সজোরে ধাক্কা মেরে।

গাড়িতে থাকা ড্রাইভারসহ তার পাশের সীটে থাকা অন্য একজন ব্যক্তি দ্রুত গাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করে।

এসময় র‍্যাব সদস্যরা দ্রুত তাদের আটক করে এবং প্রাইভেটকারটি তল্লাশী করে তার ভেতর থেকে ১০৫বোতল বিদেশি মদ ও তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। সাভার মডেল থানায় বৃহস্পতিবার রাতে র‍্যাব -১ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD