রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে /

ইউক্রেনে একের পর এক সামরিক ক্ষয়ক্ষতির পর কিয়েভের বিরুদ্ধে কৌশলগত পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসের সিক্সটি মিনিট অনুষ্ঠানে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল পুতিনকে যদি এই ধরনের অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করেন তাহলে তিনি তাকে কি বলবেন।

জবাবে বাইডেন বলেছেন,‘করবেন না। করবেন না। করবেন না। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধের চেহারা বদলে দেবে।’

ইউক্রেনের সামরিক বাহিনী গত সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। এ ঘটনা পুতিনকে চাপের মধ্যে ফেলেছে জাতীয়তাবাদীরা।

পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কো শিগগিরই এর তীব্র জবাব দেবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD