মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

আর কোনো রোহিঙ্গাকে দেশে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে যেসব রোহিঙ্গা আছে তাদের নিয়েই নানা জটিলতার মধ্যে আছি। এরপরও নতুন করে কোনো রোহিঙ্গা আসলে জটিলতা আরও বাড়বে। এ কারণে আমরা নতুন করে আর কোনো রোহিঙ্গাকে সীমান্ত অতিক্রম করতে দেবো না।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে। তাদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এ কারণেই সীমান্ত কাছাকাছি হওয়ায় তাদের দু একটি গুলি আমাদের ভেতরে এসে পড়ছে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকা কড়া প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রদূতকে কয়েকবার তলব করা হয়েছে। প্রয়োজনে আমরা জাতিসংঘে যাবো।

মন্ত্রী আরও বলেন, আমরা শান্তিপ্রিয় দেশ। কখনো কোথাও শান্তি বিঘ্নিত হোক তা চায় না। শান্তিপূর্ণ মীমাংসার ব্যবস্থা করবো। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জঙ্গি প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশে কোনো জঙ্গির উত্থান হতে দেবো না। কোনো টেররিস্টকে এখানে অবস্থান করতে দেবো না। শুধু তাই নয়, বিদেশের কোনো টেরোরিস্টের এ দেশের মাটিতে স্থান হবে না। এন্টি টেররিজম ইউনিটের পাঁচ বছর পূর্তি হয়েছে। আমাদের যেতে হবে আরো বহু দূর। এই ইউনিট জঙ্গিবাদ দমনে বিশেষ অবদান রেখে চলেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD