মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে /

মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় এ কম্পন অনুভূত হয়।

সোমবার রাতে মেক্সিকোর পশ্চিম উপকূলের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মাটির ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

মেক্সিকোর সিটি মেয়র জানান, ভূমিকম্পে রাজধানী জুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

১৯৮৫ ও ২০১৭ সালের এই দিনে দেশটির রাজধানীতে ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে হাজার হাজার মানুষ মারা যান। তাদের স্মরণ করার দিনেই আবার দেশটি ভূমিকম্পে কাঁপলো।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD