শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে কলেজছাত্রকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় কলেজছাত্র আবিদ হাসান রাহাতকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আবিদ হাসান রাহাত ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের আনোয়ারুল হকের ছেলে। তিনি শহরের গুরুদয়াল সরকারি কলেজে অনার্সের ছাত্র ছিলেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, শহরের উকিলপাড়া এলাকার একটি বাসায় অভিযুক্ত জুবায়ের হোসেনের বড় বোন আরিফা সুলতানার ছেলে-মেয়েদের প্রাইভেট পড়াতেন আবিদ হাসান রাহাত। বুধবার সন্ধ্যায় প্রতিদিনের মতো রাহাত তাদের পড়াতে যান। এসময় তার চাচাতো ভাই জুবায়ের হোসেন বোনের বাসায় গিয়ে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে ভিতর থেকে দরজা বন্ধ করে রাহাতের গলা কেটে হত্যার পর পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে প্রাথমিকভাবে চাঞ্চল্যকর এ হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD