শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

বান্ধবীর বাড়িতে খাবার খেয়ে কোমায় কারিনা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে /

নিজের স্বাস্থ্য ও ফিগার নিয়ে বরাবরই ভীষণ সচেতন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। কিন্তু আচমকা খাবার খেয়ে কোমায় চলে গেলেন এই নায়িকা। সম্প্রতি বলিউডের ‘বেবো’ এবং ‘লোলো’ তাদের বান্ধবী রুতুজা দিবেকরের বাড়িতে গিয়েছিলেন। সেখানে সারেন মধ্যাহ্নভোজ। এরপর সেখানেই ফুড কোমায় চলে যান কারিনা।কারিনা জানিয়েছেন, রুতুজার বাড়িতে খাবার খেয়ে তিনি ‘ফুড কোমা’য় চলে গেছেন।সেই সুন্দর মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কাপুর পরিবারের দুই কন্যা। রুতুজা পেশায় পুষ্টিবিদ। তাই খাবারের তালিকাও ছিল অন্য রকম। রতুজা মহারাষ্ট্রের এমন কিছু খাবার রান্না করেছিলেন, যা সুস্বাদু এবং পুষ্টিগুণেও ভরা।জুনকা বাখার, অম্বারি ভাজি, কোঠিম্বির বড়ি, সোলকড়ির মতো আরো নানা উপাদেয় খাবার ছিল দুপুরের মেন্যুতে। এমন আয়োজন করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রুতুজাকে ধন্যবাদ জানিয়েছেন দু’জনে। খাওয়াদাওয়ার পর ঘুম পাওয়ার সমস্যা অনেকেরই রয়েছে। ডাক্তারি পরিভাষায় এরই নাম ‘ফুড কোমা’। গত বুধবার (২১ সেপ্টেম্বর) জাঁকজমকভাবে নিজের জন্মদিন পালন করেন কারিনা কাপুর। তারকাসমৃদ্ধ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কপুর, আলিয়া ভাট, মালাইকা অরোরা, করণ জোহর, সোহা আলি খান, কুনাল খেমুসহ অনেকেই।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD