হারিকেন ইয়ানের আঘাতের পর কিউবা পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে।প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে কিউবা উপকূলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেন ইয়ান। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের ফলে সারাদেশের এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
বর্তমানে হারিকেনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে এটি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।