শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে /

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় হয়েছে। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় মধুমিতা রেলগেট এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। টঙ্গী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি টঙ্গী স্টেশনের আউটারে মধুমিতা রেলগেট এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় হয়েছে।

তিনি আরো জানান, এখন শুধু একটি লাইনে ঢাকা থেকে টঙ্গী রেল চলাচল করছে। উদ্ধার কাছ চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD