রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, পদদলিত হয়ে ইন্দোনেশিয়ায় ১২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে /

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি স্টেডিয়ামে দর্শকদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে কমপক্ষে ১২৯ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছেন।গতকাল শনিবার (১ অক্টোবর) রাতে সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পূর্ব জাভার একটি স্টেডিয়ামে গতকাল শনিবার আরেমা ও পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা চলাকালীন সমেয় ওই সংঘর্ষ ও পদদলিতের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।জানা গেছে, আরেমা ম্যাচটি ২-৩ ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার আরেমা ভক্তরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই সময় মাঠে থাকা বেশ কয়েকজন আরেমার খেলোয়াড়ের ওপর হামলাও হয়েছে বলে দাবি উঠেছে।নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কয়েক হাজার দর্শক একসাথে স্টেডিয়ামে জোর করে ঢুকে পড়ায় পরস্পরের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকে মারা যান।এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD