শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

শেষ মুহূর্তের গোলে ২-১ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে শেষ মিনিটের গোলে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।বুধবার (৫ অক্টোবর) কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হয়েছিল ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচটি।ম্যাচ যখন ড্রয়ের পথে যাচ্ছিল ঠিক তখন জয়সূচক গোল পেয়ে যায় বাংলাদেশ। শেষ মুহূর্তের লক্ষ্যভেদে সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়শিপের বাছাইপর্বে দারুণ জয় আদায় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ই গ্রুপের খেলায় ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বুধবার ম্যাচের শুরু থেকে ছিল বাংলাদেশের আধিপত্য। ম্যাচের তৃতীয় মিনিটে সিঙ্গাপুরের গোলকিপার আইজ্যাক লি বাধা হয়ে না দাঁড়ালে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ফরোয়ার্ড নাজিম উদ্দিনের শট আটকে যায় প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে।অবশ্য ১০ মিনিটেই সাফল্য তুলে নেয় বাংলাদেশের যুবারা। বক্সের বাইরে থেকে নাজিম উদ্দিন ক্রস করেছিলেন বক্সে থাকা মিরাজুল ইসলামের দিকে। নাজিমের সেই ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান সিঙ্গাপুর ডিফেন্ডার ব্রেয়ডেন গোহ।১৫ মিনিটে আবার সুযোগ বাংলাদেশের সামনে। ডানপ্রান্ত থেকে মিরাজুলে কোনাকুনি শট ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক।২০ মিনিটে অল্পের জন্য রক্ষা বাংলাদেশের। সিঙ্গাপুর মিডফিল্ডার জোনান টানের কাটব্যাক বাংলাদেশ অধিনায়ক ইমরান খানের পায়ে লেগে পোস্টে ঢোকার মুখে হেডে বিপদমুক্ত করেন সিরাজুল ইসলাম রানা।২৬ মিনিটে মিরাজুলের বাঁকানো ফ্রি-কিক অল্পের জন্য খুঁজে পায়নি জাল। পরের মিনিটের মিরাজের আরেকটি শট ফেরান সিঙ্গাপুর গোলকিপার।বাংলাদেশের আক্রমণ ঠেকিয়ে প্রতি আক্রমণে পরের মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর। রাসুল রামলির পাস থেকে ২৮ মিনিটে মুহাম্মদ শাইজোয়ান দূরপাল্লার শটে হার মানেন বাংলাদেশ গোলকিপার সোহান।বিরতির পরও লাল সবুজ দলের দাপট চলতে থাকে। তবে কিছুতেই ব্যবধান বাড়ানো যাচ্ছিলো না। একের পর সুযোগ এলেও গোল হচ্ছিলো না।যোগ করা সময়ের শেষের দিকে অবশেষে জয়সূচক গোলটি আসে। রাতুলের লম্বা থ্রো ইন ক্লিয়ার করতে হেড করেছিলেন সিঙ্গাপুরের এক খেলোয়াড়। কিন্তু তার ব্যাক হেড গোলকিপার আইজ্যাক লির শুরু ধরলেও পরে হাত ফসকে জালে জড়ায়। শেষ পর্যন্ত এই গোলেই নিশ্চিত হয় পল স্মলির দলের ৩ পয়েন্ট পাওয়া।আগামী শুক্রবার ভুটানের বিপক্ষে লড়বে পল স্মলির দল।বাছাই পর্বে ১০ গ্রুপে খেলছে ৪৪টি দল। ৪ গ্রুপে ৫টি করে, বাকি ৬ গ্রুপে চারটি করে দল লড়ছে। ১০ গ্রুপ চ্যাম্পিয়ন ও ৬ সেরা রানার্সআপ দল উঠবে মূল পর্বে।প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে, ১ম টি বিকাল চারটায়,২টি সন্ধ্যা সাতটায়। সাম্প্রতিক বয়সভিত্তিক টুর্নামেন্টে নৈপুণ্য দেখিয়ে আসছে বাংলাদেশ। বাহরাইনে স্বাগতিকদের রুখে দিয়ে চমক দেখায় অনূর্ধ্ব-১৭ দল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD