মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

ধর্ষণ মামলায় কারাগারে পুলিশের এসআই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে /

নীলফামারীর ডোমারে ধর্ষণের অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে তার বিরুদ্ধে ডোমার থানায় মামলাটি দায়ের করেন ডোমার শহরের চিকনমাটি এলাকার এক নারী।পরে সন্ধ্যায় আসামি ডোমার থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মহাবীর ব্যানার্জীকে আদালতে হাজির করে পুলিশ। মহাবীর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কেউটপাড়া এলাকার কালী মোহন ব্যানার্জীর ছেলে।মামলা সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন (জিডি) ওই নারী।বিষয়টি তদন্তের দায়িত্ব পান সে সময়ে ডোমার থানায় থাকা এসআই মহাবীর। তদন্তের সুবাদে ওই নারীর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন পুলিশের ওই কর্মকর্তা। এরইমধ্যে গত ছয় মাস আগে ডোমার থানা থেকে সেই এসআইকে নারায়ণগঞ্জে বদলি করা হলেও মোবাইলে যোগাযোগ অব্যাহত ছিলো তাদের।এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পূজার ছুটিতে এসে গত ৫অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে মহাবীর। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করেন।ধর্ষণের শিকার ওই নারী জানান, এর আগেও গেল ২৮ সেপ্টেম্বর রাতে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। গতকালের ঘটনার পর মিমাংসায় বসা হয়েছিলো কিন্তু মহাবীর বিয়েতে রাজি হয়নি। যার কারণে থানায় মামলা করতে হয়েছে।ডোমার ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, পৌরসভার কাউন্সিলরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমি যাই। তাদের কথাবার্তায় মনে হয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিলো। গতকাল রাতে পুলিশ কর্মকর্তাকে ওই নারীর নিকটাত্মীয়রা আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ ব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, মামলার প্রেক্ষিতে আসামী মহাবীরকে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। এদিকে ওই নারীকে পরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।কোর্ট পুলিশের পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন বলেন, আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মহাবীরকে জেলা কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD