সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

স্টার সিনেপ্লেক্স সম্মাননা পাচ্ছে পরাণ-হাওয়া টিম

ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে /

সিনেমা প্রদর্শনের দেড় যুগ পূর্ণ করলো দেশের প্রথম ও আধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। এ উপলক্ষে শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে বাংলা ছবির ব্যবসায়িক মোড় ঘুরিয়ে দেওয়া “হাওয়া” ও “পরাণ” ছবির টিমকেও সম্মানা জানানো হবে।

বর্তমানে স্টার সিনেপ্লেক্সের একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং সামরিক জাদুঘরে এর শাখা রয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। চট্টগ্রাম এবং বগুড়ায় নির্মিত হতে যাচ্ছে নতুন শাখা। ঢাকার উত্তরা, কুমিল্লাসহ দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।

১৮ বছর পূর্তি উপলক্ষ্যে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘দর্শকদের প্রত্যাশা পূরণে আমরা বরাবরই সচেষ্ট। পথচলার শুরু থেকে দর্শকরা আমাদের যে ভালোবাসা দিয়ে আসছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। দর্শকরা সঙ্গে আছেন বলেই আমরা আজ এ পর্যায়ে আসতে পেরেছি।’

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘হাওয়া ও পরাণ সাম্প্রতিক সময়ে বাংলা ছবির ব্যবসায়িক বিপ্লব এনে দিয়েছে। হলে ফিরিয়েছে দর্শক। স্টার সিনেপ্লেক্সের বিশেষ এই দিনটিতে ছবি দুটির কলাকুশলীদের সম্মাননা জানানো হবে। এ ছাড়াও আমাদের চেয়ারম্যান স্যার সিনেপ্লেক্স নিয়ে নতুন পরিকল্পণার কথাও জানাবেন।’

তিনি আরও বলেন, ‘২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এখন নির্ভরতার নাম স্টার সিনেপ্লেক্স।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD