শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

জাপোরিঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে /

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এতে বহু সংখ্যক লোক আহত হয়েছেন।গতকাল শনিবার (৯ অক্টোবর) রাতে এ হামলা চালায় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।আজ রবিবার (১০ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।ইউক্রেনের স্টেট ইমারজেন্সি সার্ভিস টেলিগ্রামের এক বার্তায় জানানো হয়, হামলায় মোট ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে।এ হামলাকে ইচ্ছাকৃত অপরাধ বলে মন্তব্য করে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই ব্যাপক রকেট হামলা চালানো হচ্ছে।ইউক্রেনের এ অঞ্চলটি এখন রুশ সেনাবাহিনীর দখলে। এখানে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। যার নিয়ন্ত্রণ এখন রুশ বাহিনীর হাতে।তবে জাপোরিঝিয়ার বেশ কিছু এলাকা এখনো নিজেদের কবজায় নিতে পারেনি রাশিয়ার সেনাবাহিনী। ফলে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।ইউক্রেন অভিযোগ করেছে, গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে একটি বেসামরিক গাড়িবহরে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD