শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

হারের বৃত্তেইে আটকা পড়েছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে /

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১৩৭ রান তাড়া করতে নেমে আট উইকেটে সহজ জয় পেয়েছে কিউইয়রা। শনিবার (৮ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৭ রান করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন দিন অ্যালেন ও ডেভন কনওয়ে। প্রথম তিন ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুজন।চতুর্থ ওভারে শরিফুলকে দারুণ এক ফ্লিকে ছক্কা হাঁকান অ্যালেন। শোধটা অবশ্য সেই ওভারেই নেন টাইগার পেসার। মোসাদ্দেকের তালুবন্দী হওয়ার আগে ১৬ রান করেন অ্যালেন।শুরুতে সাফল্য পেলেও এরপর বাংলাদেশকে আর সুযোগ দেননি কনওয়ে ও উইলিয়ামসন। দুজনে দেখেশুনে খেলতে থাকেন। এরই মাঝে ফিফটির দেখা পেয়েছেন কনওয়ে। উইলিয়ামসন ৩০ রান করে আউট হন।এরপর বাকি পথ গ্লেন ফিলিপসকে সাথে নিয়ে সহজেই পাড়ি দেন কনওয়ে। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ২৩ ও ৭০ রানে। বাংলাদেশের হয়ে হাসান ও শরিফুল একটি করে উইকেট শিকার করেন।এর আগে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। টিম সাউদির করা ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে মিরাজ বেঁচে চান। তবে একই ওভারে অ্যাডাম মিলনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি। এর আগে করেন ৫ রান।মিরাজ ফেরার পর শান্ত ও লিটন দাস মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৪১ রান। তবে অল্প সময়ের ব্যবধানে দুজনেই আউট হন। ব্রেসওয়েলের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন ১৫ রান করা লিটন।পরের ওভারে লং অফে চাপম্যানের তালুবন্দী হন শান্ত। তিনি খেলেন ৩৩ রানের ইনিংস। শান্তকে আউট করে শততম আন্তর্জাতিক টি-২০ উইকেটের স্বাদ পান ইশ সোধি। পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।সোধি নিজের দ্বিতীয় ওভারে আফিফ হোসেনের উইকেট পাওয়ার সুযোগ পেলেও ক্যাচ মিস করেন অ্যাডাম মিলনে। পরের বলে অবশ্য মোসাদ্দেক হোসেন সৈকতকে ২ রানে আউট করেন তিনি।আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার ইয়াসির আলী এদিন ৭ রানের বেশি করতে পারেননি। বোল্টের বলে বোল্ড হওয়ার আগে দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আফিফ হোসেন। সাত নম্বরে নামা সাকিব ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন।শেষদিকে নুরুল হাসান সোহানের অপরাজিত ২৫ রানের ক্যামিওতে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, সাউদি, ব্রেসওয়েল ও সোধি প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD