মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

মা হলেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে /

যমজ সন্তানের মা হলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা।দেড় দশকের বেশি সময় ধরে ভারতের দক্ষিণী সিনেমায় রাজত্ব করছেন এ অভিনেত্রী। বেশ কয়েক বছর প্রেমের পর গত জুনেই বিয়ে হয়েছে নয়নতারা এবং বিঘ্নেশের। বিয়ের চার মাস পর মা হলেন তিনি।গতকাল রবিবার (৯ অক্টোবর) সন্তানসহ মায়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে সদ্য বাবা হওয়া চলচ্চিত্র নির্মাতা বিঘ্নেশ শিবন লিখেছেন, ‘নয়ন আর আমি আজ মা-বাবা হলাম। আমাদের যমজ পুত্র সন্তান হয়েছে।’গত তিন মাসে অভিনেত্রীর মা হওয়ার পর্বেরও বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন স্বামী।ওই পোস্টে দুই পুত্র সন্তানের নাম জানিয়ে বিঘ্নেশ লিখেছেন, ‘আমাদের প্রিয় উয়ির এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ চাচ্ছি। জীবন এখন দ্বিগুণ সুন্দর। ঈশ্বরেরও দ্বিগুণ মহিমা।’এদিকে মা হওয়ার পরে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নয়নতারার পক্ষ থেকে আলাদা করে কোনো খবর আসেনি। তবে অভিনেত্রী এবং দুই সন্তানের ছবির প্রকাশ্যে আসতেই ভারতীয় সিনেমা মহলের কলাকুশলীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-মাকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD