রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

টাইগারদের সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে /

হারের বৃত্ত থেকে বের হাত ক্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। জেতার আশায় গুড়েবালি। কিউইয়েদের হারানো আজ অনেকটা অসম্ভব। জয় ছিনিয়ে আনতে পারলেও সেটিও হবে কষ্টসাধ্য। স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৯ রানের টার্গেট ছুড়ে দিয়েছে।আজ বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৮টায়।আজকের ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে টাইগাররা।এ সিরিজে দ্বিতীয়বারের মতো কিউইয়েদের বিপক্ষে খেলতে নামলো বাংলাদেশ। খেলার শুরু থেকে সফরকারী বোলারদের ওপর চড়াও হর স্বাগতিকরা।ব্যাটিংয়ে নেমে কিউই ওপেনারদের কল্যাণে উড়ন্ত সূচনা করে স্বাগতিকরা। ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে দুই ওপেনার শুরু থেকেই সাইফদের তুলোধুনো করেন। দলীয় ৪৫ রানে অ্যালেনকে ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। দ্বিতীয় উইকেটে কনওয়ে ও গাপটিল গড়েন ৮২ রানের জুটি। গাপটিল ২৭ বলে ৩৪ রান করে এবাদত শিকার হলে ভাঙে জুটি। তখন কিউইদের সংগ্রহ ১২৭। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে মিলে গড়েন ৩৪ রানের জুটি। দলীয় ১৬১ কনওয়েকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফউদ্দিন। তার আগে কনওয়ে ৩০ বলে ৩ ছয় ও ৫ চারে সংগ্রহ করেন ৬৪ রান। একই ওভারের চতুর্থ বলে মার্ক চ্যাপমেনকে প্যাভিলিয়নের পথ দেখান সাইফউদ্দিন।শেষ দিকে টাইগার বোলারদের ওপর তাণ্ডব চালান গ্লেন ফিলিপস। ২৪ বলে ৫ ছয় ও ২ চারে ৬০ রান করে টাইগার বোলারদের ওপর তাণ্ডব করেন। দলীয় ২০৫ রানে ফিলিপসকে ফেরান এবাদত হোসেন। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৮ রান।বাংলাদেশের হয়ে এবাদত ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি করে উইকেট লাভ করেন। শরিফুল নেন একটি উইকেট।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD