মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

বিএনপির সাথে একমত ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে /

বর্তমান সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে বিএনপির সাথে একমত হয়েছে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগ। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংলাপ শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একমত হয়েছি, এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলব। তাদের পদত্যাগ করতে বাধ্য করব।তিনি বলেন, এই লুটেরা সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করার লক্ষ্যে প্রথম দফায় আমরা ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছি। দ্বিতীয় দফায় এখন পর্যন্ত ১১টি দলের সঙ্গে সংলাপ করেছি।বিএনপি মহাসচিব বলেন, আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল, আন্দোলনের দাবিগুলো নির্ধারণ করা। তার মধ্যে প্রধান হচ্ছে গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে বন্দি নেতাদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। তারাই একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবে। যাদের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সেখানে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এ সময় ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আব্দুর রকিব বলেন, আমরা বিএনপির দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করেছি। ভবিষ্যতে আমরা বিএনপির সাথে মাঠে থাকব।ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ও সাধারণ সম্পাদক আব্দুল করিম খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।অন্যদিকে ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD