মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

আজ যাদের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে /

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। তবে রাশিফল নিয়ে কৌতুহল রয়েছে প্রায় সবারই। আজ ১৩ অক্টোবর, বৃহস্পতিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলুন জেনে নেয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেমন যাবে আপনার আজকের দিন।

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

 

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

 

ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে। শরীর ভালো থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

 

মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরের যাত্রা হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

 

পেশাগত যোগ্যতা চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

 

সামাজিক কাছে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

 

কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

 

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন, অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো না-ও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

 

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগ করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা করে নিন। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

 

শরীর কিছুটা অসুস্থ হতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

 

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

 

আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

 

কারও সাথে নতুন আত্মীয়তা হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD