শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ৫৩ শতাংশ বেড়েছে পোশাক রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার পড়া হয়েছে /

চলতি বছরে চীন ও ভিয়েতনামকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে ভারত ও ইন্দোনেশিয়া থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে আগস্ট এই আট মাসে দেশটিতে ৬৬৪ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের এই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।সম্প্রতি প্রকাশিত ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) জানুয়ারি-আগস্ট, ২০২২ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত আট মাসে বিশ্ব বাজার থেকে যুক্তরাষ্ট্র পোশাক আমদানি বাড়িয়েছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে বাংলাদেশ থেকে দেশটি আমদানি বাড়িয়েছে ৫৩ দশমিক ৫৪ শতাংশ। একই সময়ে চীন থেকে পোশাক আমদানি ৩৭ দশমিক ১৭ শতাংশ বেড়ে এক হাজার ৫৫৬ কোটি ডলার বেড়েছে এবং ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি বেড়েছে ৩৩ দশমিক ৬২ শতাংশ। যার আর্থিক মূল্য এক হাজার ২৮০ কোটি ডলার।পোশাক রপ্তানিতে শতাংশের হিসেবে প্রবৃদ্ধি হলেও টাকার অঙ্কে অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, টাকার দিক থেকে প্রবৃদ্ধি বাড়াতে হলে যুক্তরাষ্ট্রে আরো বেশি পোশাক রপ্তানিতে জোর দিতে হবে।ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শীর্ষ দশটি পোশাক সরবরাহকারী দেশের মধ্যে ভারতের বেড়েছে ৫৬ দশমিক ৯০ শতাংশ। ইন্দোনেশিয়ার ৫৬ দশমিক ৪৮ শতাংশ, কম্বোডিয়ার ৫১ দশমিক ৬৪ শতাংশ দক্ষিণ কোরিয়ার ৪২ দশমিক ৯৬ শতাংশ এবং পাকিস্তানের ৪২ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।আমদানি এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় করোনা সংকট থেকে দ্রুতই পুনরুদ্ধার করতে পেরেছে যুক্তরাষ্ট্রের রিটেইল ইন্ডাস্ট্রি।বিশেষজ্ঞরা বলছেন, গত আট মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ঘটলেও চলতি মাস থেকে তা ক্রমান্বয়ে কমতে পারে। কারণ বৈশ্বিক অর্থনীতির এই সংকটময় পরিস্থিতিতে এ মাস থেকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি কমে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। যার প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়বে বলে আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD