শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে /

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। কিউইদের হারিয়ে শিরোপা জিতেছে বাবর আজমের দল।আজ শুক্রবার (১৪ অক্টোবর) ক্রাইস্টচার্চে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।এদিন রান তাড়া করতে নেমে পাকিস্তানের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে বাবর-রিজওয়ান-মাসুদ-নাওয়াজের প্রত্যেকের ইনিংসই ছিল সময়োপযোগী।সাজঘরে ফেরার আগে মোহাম্মদ রিজওয়ান ৩৪, বাবর আজম ১৫, শান মাসুদ ১৯ রান করেন। তবে দলের জয়ে বড় ভূমিকা রাখেন নাওয়াজ ও হায়দার আলী।দুজনের মাঝে হায়দার ১৫ বলে ৩১ রান করে আউট হলেও নাওয়াজ ২২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। কিউইদের হয়ে ব্রেসওয়েল দুটি এবং টিম সাউদি, টিকনার ও সোধি একটি করে উইকেট শিকার করেন।এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে প্রথম পাঁচ বলে তিনটি চার হাঁকান কিউই ওপেনার ফিন অ্যালেন। তবে প্রথম ওভারের শেষ বলে নাসিম শাহ-এর শিকার হন তিনি।এ ম্যাচে বড় রানের দেখা পাননি ডেভন কনওয়েও। তিনি করেন ১৪ রান। গ্লেন ফিলিপস ২৯, মার্ক চাপম্যান ২৫ ও জিমি নিশাম করেন ১৭ রান। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৫৯ রান করেন।শেষদিকে আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় ১৬৩ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ দুটি এবং শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD