শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে /

এক বন্দুকধারীর অতর্কিত গুলিতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে। ইতোমধ্যে হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দুকধারী এলোপাথাড়ি গুলি ছোড়েন। নিহতের পাশাপাশি আরেক পুলিশ কর্মকর্তাসহ মোট দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মেয়র মেরি অ্যান বাল্ড জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরো কিছু করতে হবে।’ক্যারোলিনার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাটিতে নিরাপত্তা সদস্যরা চলে আসে। এর তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে একটি বাড়ি থেকে আটক করে পুলিশি হেফাজতে নিয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে।

 

সূত্র: রয়টার্স

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD