ইরানের কুখ্যাত ইভিন কারাগারে গতকাল শনিবার (১৫ অক্টোবর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ভেতর থেকে বন্দুকের গুলি চালানোর শব্দ ও সাইরেন শোনা গেছে। এতে হতাহতের খবর এখনো জানা যায়নি।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার খবর জানার সাথে সাথেই দমকলকর্মীরা ঘটনাস্থলে যান। বর্তমানে ওই এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ‘বন্দীদের পরিবার প্রধান দরজার সামনে জড়ো হয়েছে। তারা বলছে, ‘আমরা আগুন এবং ধোঁয়া দেখতে পাচ্ছি। এখানে প্রচুর বিশেষ বাহিনী ও অ্যাম্বুলেন্স রয়েছে।’উল্লেখ্য, ইভিন কারাগার রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান। কারাগারটিতে রাজনৈতিক বন্দি, সাংবাদিক এবং বহু দ্বৈত ও বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহশা আমিনীর মৃত্যুর ঘটনায় ইরানে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ থেকে আটক শত শত লোককে ওই কারাগারেই রাখা হয়েছে।