টাঙ্গাইল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।আজ রবিবার (১৬ অক্টোবর) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ঢাকা রোডে এ ঘটনা ঘটে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস টাঙ্গাইল শাখা সূত্রে জানা যায়, ৭০ শতাংশ মালামাল পুড়ে গেছে। এ বিষয়ে কুরিয়ার সাভির্সের টাঙ্গাইল শাখার কর্মকতারা তাৎক্ষণিক কথা বলতে রাজি হয়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, সকাল ৮টা ৪৫ মিনিটে খবর পেয়ে দ্রুত আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কি কারণে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না।