বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে /

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইনামুল হক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।গতকাল শনিবার (১৫ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ইনামুল ওই উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর ঘোষপাড়া গ্রামের ইনসান আলীর ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ইনামুল বাড়িতে ভাত রান্নার জন্য রাইচ কুকারে সংযোগ দিচ্ছিলেন। সেসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, এ ঘটনায় মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD