শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের মূলপর্ব শুরু আজ

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে /

বরাবরের মতো বিশ্বকাপে মূলপর্বে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে নির্দিষ্ট গ্রুপের প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে। এরপর দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটো করে দল উঠে যাবে সেমিফাইনালে, সেমিফাইনাল বিজয়ীরা যাবে ফাইনালে। সেসব অনেক দূরের কথা। ক্রিকেট বিশ্ব এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব তথা সুপার টুয়েলভ পর্ব শুরুর অপেক্ষায় রয়েছে। সেই অপেক্ষা আজ শনিবারই (২২ অক্টোবর) ঘুচে যাবে। এই পর্বের সূচনায় সিডনিতে তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গত আসরের ফাইনালিস্ট তারা, এবার দুই প্রতিবেশী শুরুতেই মুখোমুখি। পার্থে দিনের আরেক ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হট ফেভারিট ইংল্যান্ড। যদিও দলটির অধিনায়ক জস বাটলার নিজেদের ফেভারিট মানতে নারাজ। তার সাফ কথা-অস্ট্রেলিয়া এবং ভারত ফেভারিট আর ইংল্যান্ড হচ্ছে সবার জন্য বিপজ্জনক প্রতিপক্ষ।টি-টোয়েন্টিতে এমন বিপজ্জনক প্রতিপক্ষই ছিল উইন্ডিজ। স্পষ্ট ফেভারিট না হয়েও দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ানো বড় বড় তারকা আছে তাদের। সেই দলটিই কি না একটা দল হয়ে পারফর্ম করতে পারল না তারকারা দ্যুতি ছড়াতে না পারায়।স্কটল্যান্ডের কাছে হেরে প্রথম পর্ব শুরু করা দলটি পরের ম্যাচে জিম্বাবুয়েকে গুড়িয়ে আশা বাঁচিয়ে রেখেছিল। শুক্রবার সেই আশা মাটি করে দিয়েছে আয়ারল্যান্ড। ব্যাটে-বলে চরম ব্যর্থতায় এদিন ৯ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা, নিয়েছে বিদায়।হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে উইন্ডিজ। পল স্টার্লিংয়ের ৬৬, অ্যান্ডি বালবির্নির ৩৭ এবং লরকান টাকারের ৪৫ রানের ইনিংসে ১৫ বল অব্যবহৃত রেখেই তা টপকে যায় আয়ারল্যান্ড। মাথা নিচু করে মাঠ ছাড়ে ক্যারিবীয়রা। তাদের ছাড়া মূল পর্ব, বড় শূন্যতা তো বটেই। তবে অস্ট্রেলিয়ার বাতাসে রোমাঞ্চের রেনু ছড়িয়ে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দলগুলোর উত্থান, টি-টোয়েন্টি বিশ্বকাপকে করে তুলেছে বর্ণিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD