মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

বিএনপি অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৫৮ বার পড়া হয়েছে /

বিএনপি অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে মন কলা খাচ্ছেন। কয়েক হাজার হলেই বলে লাখ লাখ মানুষ। খুলনায় লাখের কাছাকাছিও মানুষ হয়নি। নির্বাচন ছাড়া সেইফ এক্সিটের কোনো কারণ নেই। জনগণ চাইলে আওয়ামী লীগ বিদায় নেবে।আজ রবিবার (২৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব ওবায়দুল কাদের।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় বলেন, বিএনপি লাঠিসোঁটা আর অগ্নি-সন্ত্রাসের আভাস দিচ্ছে, সেটা ভালো লক্ষণ নয়। আওয়ামী লীগ নয়, পালাবার দল বিএনপি। বিএনপির কর্মসূচি ঘিরে বাস বন্ধ করা সরকারের নির্দেশ নয়, বাস চালকদের নিজস্ব সিদ্ধান্ত।তিনি বলেন, নিজেদের অতীতকে ভুলে যাবেন না, কথায় কথায় পালাবার পথ নেই, আওয়ামী লীগ পালাবে না। যিনি দেশে, ফখরুল সাহেবেরই সেইফ এক্সিট দরকার। পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে হবে।ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি যাদের কাছে নালিশ করে, তাদের কোন দেশে তত্ত্বাবধায়ক আছে বলে জানতে চান তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকারে ভূত মাথা থেকে নামাতে হবে। নির্বাচনে আসেন, জনগণ যদি আপনাদের চায় আপনারা ক্ষমতায় আসেন। খুলনায় লাখের কাছাকাছিও মানুষ হয়নি, কয়েক হাজার হলেই বলে লাখ লাখ। পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগ নাই, বিএনপির সঙ্গে কোন পাল্লা নয় বলেও জানান তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD