শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

আজ ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে /

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতি চলছে, এটি সবারই জানা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছে সরকারের পক্ষ থেকে ঋণ চাওয়া হয়েছে, সেটিও জানা কথা। দেশের জন্য বাজেট সহায়তা অনেক জরুরি হয়ে পড়েছে। ঋণ প্রদানে নানা শর্ত জুড়ে দিয়েছিলো সংস্থাটি। ঋণ প্রদানের আশা প্রায় ক্ষীণ হয়ে গিয়েছিলো কয়েক মাস আগে। এ প্রেক্ষাপটে ফের আলোচনায় আসছে আইএমএফ। আজ বুধবার (২৬ অক্টোবর) আইএমএফের প্রতিনিধি দল ১৫ দিনের সফরে ঢাকায় আসছে। এ সফরেই বাংলাদেশ ঋণ লাভে সবুজ সংকেত পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।তবে এ সফরে প্রতিনিধি দল বাংলাদেশের জন্য আগামী ঋণ কর্মসূচি ছাড়াও আর্থিক খাতের সংস্কার, নীতি ও ব্যাংকিং খাতের শৃঙ্খলা নিয়ে আলোচনা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এর আগে আইএমএফের একটি প্রতিনিধি দল যখন ঢাকা সফর করে তখন আলোচনার বিষয় ছিল আসলে কি বাংলাদেশ ঋণ পাবে। আর ঋণ নেওয়ার ক্ষেত্রে কী ধরনের শর্ত ছিল তা নিয়ে আলোচনা-সমালোচনা হয়। সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলেছিলেন, কোনো শর্ত নিয়ে আলোচনা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত শর্ত নিয়ে আলোচনা হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।করোনাভাইরাস মহামারির পর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল বাংলাদেশের। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এনে দিলো অর্থনৈতিক বেশ কিছু সমস্যা। এর মধ্যে জ্বালানি, ডলার সংকট বিশেষভাবে উল্লেখ্য। যুদ্ধের প্রভাব ফেলেছে মূল্যস্ফীতিতে। অর্থনৈতিক চাকা সচল রাখতে আমদানি ক্ষেত্রে কিছুটা লাগাম টেনে ধরা হলেও, ডলারের ওপর চাপ বেড়েছে। ইতিমধ্যে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। আর এ প্রেক্ষাপটে বাংলাদেশের রিজার্ভের ওপর চাপ তৈরি করেছে। এ চাপ সামাল দিতে সরকারের পক্ষ থেকে আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আইএমএফের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকায় আসে। সে সময় কয়েক দফায় আলোচনায় বেশ কিছু শর্ত আরোপ করা হয়। শর্তের মধ্যে ছিল, ভর্তুকি কমানো, রাজস্ব আয় বাড়ানো, আর্থিক খাতে শৃঙ্খলা আনা, খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা। সে সময় কোনো ধরনের আশ্বাস ছাড়াই প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করে। সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। সভার একফাঁকে আইএমএফের সাথে বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দল। আলোচনায় বাংলাদেশকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলে জানা যায়। তবে এ ঋণ তিন কিস্তিতে দেওয়া হতে পারে। এরই ধারাবাহিকতায় আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে।জানা গেছে, আইএমএফের প্রতিনিধি দল ১৫ দিন ঢাকায় অবস্থানকালে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশনসহ আরো কয়েকটি সংস্থার সাথে আলাদাভাবে বৈঠক করবে।এদিকে, আইএমএফের বৈঠকের জন্য অর্থ বিভাগ সমন্বিত একটি প্রতিবেদন তৈরি করেছে। যেখানে সামষ্টিক অর্থনীতির পরিস্থিতিসহ বিভিন্ন তথ্য-উপাত্ত অন্তর্ভুক্ত থাকছে। এ ছাড়া জিডিপি প্রবৃদ্ধির হার, মূল্যস্ফীতি, ভর্তুকি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে ব্যাংকের সুদের হার নিয়ে বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে পারে বলে আভাস পাওয়া গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD