মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

সাভার মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আতিকুল ইসলাম আজাদুল, নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে /

ঢাকার সাভার উপজেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২ সনের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৩ টায় সাভার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার মডেল কলেজে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান ।অনুষ্ঠানটিতে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিরাজুল ইসলাম সহ বক্তব্য রাখেন নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, প্রথম বর্ষের শিক্ষার্থীরা ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।বক্তারা শিক্ষার্থীদের পূর্বের স্মৃতিচারণ করে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অনুরোধ জানান এবং পরীক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্যে সম্মাণিত অতিথিগণ এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি ও পরীক্ষার সময় মেনে চলতে হবে এমন সব নিয়ম কানুন নিয়ে কথা বলেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটা ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন৷ তোমাদের জন্য আমাদের আকুল প্রার্থনা থাকবে তোমারা সফল হও। ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আন্তরিকভাবে তোমাদের জন্য সাফল্য কামনা করছি।উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিরাজুল ইসলাম অনুষ্ঠানে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটা প্রশ্ন লিখবে। কলেজের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। আর অভিভাবকগণ আপানাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না।বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী ও সিনিয়র শিক্ষক আলী হোসেন, রানা আহাম্মেদ,অর্থনীতি বিভাগের প্রভাষক, আসাদুজ্জামান জীম সহ সকল শিক্ষক গন এবং কলেজের ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশারফ সম্পদ ও সাধারণ সম্পাদক মোঃ তামজিদ আহমেদ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD