শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

সাড়ে তিন বছরে ৫ম বার নির্বাচন ইসরায়েলে

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে /

সাড়ে তিন বছরের মধ্যে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলে। ১২০ আসনের নেসেটের জন্য এবার নির্বাচন করছে ৩৯টি দল।আগের সববারের মতো এবারেও কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এজন্য আবারও জোট সরকার ইসরায়েলের ক্ষমতায় আসবে।মঙ্গলবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।চলবে রাত ১০টা পর্যন্ত। দুপুর পর্যন্ত ২৫ শতাংশ ভোটার ভোট দিয়েছে।ভোট দেয়ার আগে বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ তার বাবা ইউসেফ টমি লাপিদের কবর জিয়ারতে যান।এ সময় তিনি বলেন, আমার বাবা বলেছিলেন, আমাদের সঙ্গে ঘটা সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে যে ইহুদিরা নিজেদের একটি দেশ পেয়েছে।সবাইকে ভোটদানের আহ্বান জানিয়ে লাপিদ বলেন, আমাদের ভবিষ্যৎ শিশু, দেশ ও সবার সৌভাগ্যের জন্য ভোট দিন।ভোট দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সকালে ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট। ভোট দেয়ার পর নেতানিয়াহু বলেন, আমি ইসরায়েলি নাগরিকদের বলব: ভোট দিতে পারাটা পরম সৌভাগ্যের বিষয়।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD