টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের মূলপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শুক্রবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিকের দেখা পেয়েছে আইরিশ পেসার জোশ লিটল। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, জেমি নিশাম ও মিচেল স্যান্টনারকে ফিরিয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন তিনি। ইনিংসের শেষ দিকে লিটলের হ্যাট্রিকের পরও বড় পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। এদিন কেন উইলিয়ামসনের ৩৫ বলে ৬১ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৮৫ রান। এর আগে অ্যাডিলেড ওভালে এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি।শুরুতেই মারকাটারি ব্যাটিং করে পাওয়ার প্লের সব সুযোগই কাজে লাগায় তারা। ওপেনিং জুটিতে তুলে নেয় ৫ রান। ৫.৫ ওভারে যখন ১ম উইকেট পড়ে তখন তাদের দলীয় রান ছিল ৫১।সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে। কেননা সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।অন্যদিকে পয়েন্ট তালিকার একবারে তলানিতে রয়েছে আইরিশরা। এ ম্যাচ তাদের জন্য শুধুই নিয়মরক্ষার।নিউজিল্যান্ডে একাদশফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, অ্যান্ডি বালবিরনি (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডয়ের, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জস লিটল।