শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

অনুশীলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার চোট

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে /

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের দুই দিন আগে ভারতের ঐচ্ছিক অনুশীলনে ডানহাতের বাহুতে আঘাত পেলেন রোহিত শর্মা। মঙ্গলবার (৮ নভেম্বর) নেটে ব্যাট চালানোর সময় একটি বল এসে লাগে তার হাতে, অধিনায়কের চোট আতঙ্ক কয়েক মিনিটের জন্য কাঁপন ধরিয়ে দেয় ভারতের ক্যাম্পে।অ্যাডিলেড ওভালে থ্রোডাউন এক্সপার্ট এস রাঘুর একটি শর্ট বল লেন্থ এরিয়ায় লাফিয়ে হাতে লাগে। পুল শট খেলতে গিয়ে বল মিস করেন রোহিত, ব্যথা নিয়ে তখনই নেট ছাড়েন।ডানহাতে বড় একটি আইস প্যাক ধরে থাকতে দেখা যায় রোহিতকে। চোখেমুখে ছিল অস্বস্তির ছাপ। মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন তার কাছে গিয়ে কথা বলেন।আইস প্যাক ধরে থেকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবারও অনুশীলন শুরু করেন রোহিত। তবে থ্রোডাউন এক্সপার্ট তাকে পূর্ণ উদ্যোমে অনুশীলন করতে বারণ করেন। ডিফেন্সিভ শট খেলে রোহিত বোঝার চেষ্টা করেন সব ঠিক আছে কি না।ইনজুরির অবস্থা এখনও জানা যায়নি। ভারতীয় মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণ করবেন। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD