বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

দলকে দুষতে নারাজ রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে /

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ফাইনালের টিকিট নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে বিশাল ব্যবধানে ইংলিশদের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে নেয় দলটি। দলের এই চরম ব্যর্থতায় দলকে ব্যর্থতার কাঠগড়ায় দাঁড়া করাতে নারাজ ভারতের কোচ রাহুল দ্রাবিড়।গতকালকের ম্যাচ নিয়ে এ নিয়ে টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটের পরাজয় দেখলো টিম ইন্ডিয়া। গতকালকের পরাজয় স্বাভাবিকভাবে ভারতীয়দের জন্য মেনে নেওয়া কঠিন। সেই স্রোতে হতাশ রোহিতদের কোচ কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘হ্যাঁ, সেমিফাইনালে যাত্রা থেমে যাওয়ায় হতাশ।’ অথচ সুপার টুয়েলভের গ্রুপ-২ থেকে শীর্ষ দল হিসেবে শেষ চারে উঠেছিল ভারত। কিন্তু ক্রিকেটে একটা দিন খারাপ যাওয়ায় কত বড় স্বপ্নভঙ্গ হতে পারে তা দেখলেন দ্রাবিড়রা। তবে হারলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভুললেন না তিনি, ‘গতকাল বৃহস্পতিবার খারাপ একটা দিন গেল। ইংল্যান্ড সত্যি প্রত্যেক বিভাগে ভালো করেছে। স্কোরলাইন তাই দেখাচ্ছে। এমন হার মেনে নেওয়া কঠিন। আমি মনে করি, সব মিলিয়ে ভালো এক অভিযান শেষ হলো।’এবারের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটার হিসেবে চার হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ভারতের বেশ কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্সও ছিল অসাধারণ। কয়েক বছর ভারতও টি-টোয়েন্টিতে দারুণ খেলেছে। সে কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রাবিড় বলেন, ‘গত কয়েক বছর, আমরা কিছু ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি। এমনকি এই আসরেও। আমাদের অনেক খেলোয়াড় ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছে। তবে এই দিন আমরা যথেষ্ট ভালো খেলিনি।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD