ঢালিউড সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত হামলা করে।এদিকে ঘটনার কারণ হিসেবে জানা যায়, শুটিং রিসোর্টে চুরির চেষ্টা চালানো হয়েছে।আনুমানিক রাত দেড়টার দিকে গাজীপুরের পূবাইলের ৪১নং ওয়ার্ডের হাঁড়িবাড়ির টেক এলাকায় অবস্থিত জান্নাত শুটিং রিসোর্টে চুরির চেষ্টা হয়।
রিসোর্টে পরিত্যক্ত টিনের ছাপড়াঘরে থাকা নষ্ট বৈদ্যুতিক জেনারেটরটি খুলে আমগাছে রশি বেঁধে সীমানাপ্রাচীরের বাইরে নিতে চেষ্টা করে চোরেরা। গভীর ঘুমের ঘোরে মগ্ন থাকায় শাকিবের রিসোর্টের দুই কেয়ারটেকার সম্রাট ও ফিরোজ বিষয়টি টের পাননি।ঘটনার সময় রিসোর্টের পেছনের বাড়ির ঠিকাদার আজিম কাজ শেষে বাড়ি ফিরছিলেন। প্রাচীরঘেঁষা আমগাছে রশি বাঁধা ঝুলন্ত জেনারেটর দেখতে পান তিনি। গাছে ৩-৪ জন চোরও দেখতে পান। তিনি চিৎকার করলে প্রতিবেশী সোহেলসহ অনেকে ঘটনাস্থলে চলে আসেন। অবস্থা বেগতিক দেখে চোরেরা শাকিবের রিসোর্টের ভেতরের দিকের ছোট্ট টিনের গেট দিয়ে পালিয়ে যায়। চোরেরা চুরির কাজে ব্যবহৃত কিছু মালামাল রেখে গেছে।এ ব্যাপারে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে- মোবাইলে স্থানীয়রা এমন খবর দিলে এ ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়। বর্তমানে তদন্ত চলছে।প্রসঙ্গত, শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে গাজীপুরের পূবাইলের সেই বাড়িতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। বাড়িটিতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে।