চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সোমবার (১৩ নভেম্বর) দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের যোগ দিয়ে আলাদাভাবে কথা বলবেন দুই প্রেসিডেন্ট। এর মাধ্যমে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো শি জিনপিংয়ের সাথে মুখোমুখি আলোচনায় বসছেন জো বাইডেন।ধারণা করা হচ্ছে, এ দুই বিশ্বনেতার মধ্যে প্রধান আলোচ্য বিষয় থাকবে তাইওয়ান ইস্যু।হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জিনপিংয়ের সাথে এটাই তার প্রথম মুখোমুখি বৈঠক। এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়েছে।জো বাইডেন আশা প্রকাশ করেছেন, এ বৈঠক দেশ দুটির সুসম্পর্কের ভিত্তি তৈরি করবে। তবে চীনে মানবাধিকার ও তাইওয়ান ইস্যুতে নিজেদের উদ্বেগের কথা বলতে ভুলবেন না তিনি।হোয়াইট হাউজের পক্ষ থেকেও জানানো হয়েছে, দেশ দুটির মধ্যে ইতিবাচক যোগাযোগের বিষয়ে কথা বলবেন দুই নেতা। এছাড়া আন্তর্জাতিক স্বার্থে উভয় দেশের দায়িত্বশীল প্রতিযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে।প্রসঙ্গত, গত দুই বছরে বেশ কয়েকবার ফোনে কথা বললেও বিভিন্ন কারণে দুই প্রেসিডেন্টের মুখোমুখি সাক্ষাৎ সম্ভব হয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় জো বাইডেন ও শি জিনপিংয়ের সাথে শেষবার সাক্ষাৎ হয়েছিল।