সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

গায়ক আকবর মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে /

‘ইত্যাদি’ খ্যাত সেই গায়ক আকবর আর নেই। আজ রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউনা। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, অনেক দিন ধরেই আকবরের চিকিৎসা চলছিল। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে তার শরীরে বাসা বেঁধেছে জন্ডিস। তিনি কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়।কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন।গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD