বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

সবুরেন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩৯১ বার পড়া হয়েছে /

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সবুরেন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার সাথে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন।
আজ বৃহস্পতিবার (১৭ ই নভেম্বর) উক্ত বিদ্যালয়োর অভিভাবকদের ব্যবস্থাপমা কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকাল ১০ দশটা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে মাধ্যমিক শাখায় প্রথম বিজয়ী মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ সিদ্দিকুর রহমান দ্বিতীয় বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন।প্রাথমিক শাখায় মোঃ জাকির হোসেন মোল্লা প্রথম ও মোঃ সিপন সিকদার দ্বিতীয় হয়ে নির্বাচিত হন।
এবং মহিলা সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ মিম।উল্লেখ্য,উক্ত নির্বাচনে বিদ্যালয়ের অভিভাবক ভোটারদের মধ্যে মোট ৮১ জন তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আনোয়ারুল আজিম।এছাড়াও নির্বাচনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র হালদার সহ সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD