মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

ঢাকায় এসে মুগ্ধ নোরা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে /

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় পৌঁছান নোরা ফাতেহি।ঢাকায় এসেই মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের মঞ্চে ওঠেন তিনি।প্রথমে মঞ্চে নোরা ফাতেহির জমকালো এন্ট্রি। এরপর পর্দায় দেখানো হয় তার অভিনয় ও গান। পরে সহশিল্পীদের সাথে নিয়ে হাজির হন নোরা নিজেই। এ সময় সহশিল্পীদের সাথে নিজেও মেলান নাচের স্টেপ।ওমেন লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নোরার ঢাকায় আসা। অনুষ্ঠানে ওমেন লিডারশিপ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।নোরা বলেন, আমি ঢাকায় এসে ‘সুপার এক্সাইটেড’। দ্বিতীয়বারের মতো এলাম। সবার এনার্জি দেখে আমার খুব ভালো লাগছে।এ সময় মঞ্চে দুই উপস্থাপক ছাড়াও ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক উপস্থিত ছিলেন।এ সময় মঞ্চে দুই উপস্থাপক ছাড়াও ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD