বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

ইউক্রেনকে ৬ কোটি ডলার প্রতিরক্ষা সহায়তা দেবেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে /

ইউক্রেনের জন্য ছয় কোটি ডলার মূল্যের নতুন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল শনিবার (১৯ নভেম্বর) প্রথমবারের মতো কিয়েভ সফরে গিয়ে এ সহায়তা প্যাকেজ ঘোষণা করেন তিনি।কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানায়।কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে সুনাক বলেন, ‘আমি এ কথা বলতে এখানে এসেছি যে, যুক্তরাজ্য আপনাদের পাশে থাকবে।’ ইউক্রেনের জন্য যে ধরনের শান্তি ও নিরাপত্তার প্রয়োজন, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য দেশটির পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।ঋষি সুনাক বলেন, প্রতিরক্ষা প্যাকেজের মধ্যে ১২০টি বিমান বিধ্বংসী অস্ত্র, রাডার এবং ড্রোন বিধ্বংসী যন্ত্র রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD