ইউক্রেনের জন্য ছয় কোটি ডলার মূল্যের নতুন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল শনিবার (১৯ নভেম্বর) প্রথমবারের মতো কিয়েভ সফরে গিয়ে এ সহায়তা প্যাকেজ ঘোষণা করেন তিনি।কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানায়।কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে সুনাক বলেন, ‘আমি এ কথা বলতে এখানে এসেছি যে, যুক্তরাজ্য আপনাদের পাশে থাকবে।’ ইউক্রেনের জন্য যে ধরনের শান্তি ও নিরাপত্তার প্রয়োজন, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য দেশটির পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।ঋষি সুনাক বলেন, প্রতিরক্ষা প্যাকেজের মধ্যে ১২০টি বিমান বিধ্বংসী অস্ত্র, রাডার এবং ড্রোন বিধ্বংসী যন্ত্র রয়েছে।