রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

টেকনাফে ৯ লাখ টাকার মাছে জেলের ভাগ্য খুললো

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে /

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে এক জেলের জালে প্রায় ৯ লাখ টাকার মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার (১৯ নভেম্বর) ও গত শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে মাছগুলো ধরা পড়ে দ্বীপ এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা মোহাম্মদ কলিম উল্লাহর জালে। এসব মাছ দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছেন। অনেকে আবার খুচরা কিনেও নেন তার কাছ থেকে।
শনিবার ওই জেলের জালে ধরা পড়ে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ মণ মাছ। যা তিনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। শুক্রবার ধরা পড়া মাছগুলো বিক্রি হয়েছিল চার লাখ টাকায়।কলিম উল্লাহ জানান, মাছগুলো আড়তে নেওয়ার সাথে সাথে পাইকাররা কিনে নিয়েছেন। কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাইকাররা পাঠিয়ে দিয়েছেন শুটকি মহালে। কয়েকদিন ধরে প্রচুর মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে আনন্দের জোয়ার বইছে।টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ২০১৯ সাল থেকে (৬৫ দিন) মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ কারণে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ উপকূলের জেলেদের জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD