মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচকে কেন্দ্র করে দুই কিশোরকে কুপিয়ে আহত

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে /

ঢাকার সাভারে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচকে কেন্দ্র করে দুই কিশোরকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহতরা হলেন আল আমিন (১৮) ও মেহেদী (১৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।স্থানীয় বাসিন্দারা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে খেলা দেখছিল।এসময় আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় বন্ধুদের মধ্যে। এ সময় এক পর্যায়ে ২০-২২ জন ছেলে মেহেদী ও আল আল আমিনের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। যারা কুপিয়েছে, তারা সবাই আহতদের বন্ধু। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে আঘাতের দাগ রয়েছে। এরমধ্যে আল আমিনের শরীরে ৮-৯ জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD