হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫০ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিমানবন্দরের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, সকাল ১০টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী লরিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদাৎ হোসেন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।