শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

নির্বাচনে ক্ষমা পেলেন আওয়ামী লীগের বিদ্রোহীরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে /

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়।গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এ সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন ৷ দীর্ঘ তিন বছর পর আওয়ামী লীগের জাতীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০১৯ সালের ২০ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।ওই সম্মেলনের আগে জাতীয় কমিটির সভা হয়েছিল। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলনকে সামনে রেখে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্তের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় কমিটি দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, দলীয় কোন্দল সৃষ্টিকারী এ ধরনের শতাধিক নেতাকর্মী, যারা ক্ষমা চেয়ে আবেদন করেছিল, তাদের আবেদন গ্রহণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।এবারের সম্মেলনে কৃচ্ছতা সাধন করা হবে জানিয়ে তিনি বলেন, খরচ কমানোর জন্য এবারের সম্মেলনে সাদামাটাভাবে একদিনে করা হবে। কৃচ্ছতা সাধনের জন্য এবারের সম্মেলনের বাজেট ৩০ লাখ টাকা কমিয়ে ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করেছে জাতীয় কমিটি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD